অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যাকাণ্ড: মির্জা ফখরুল

প্রকাশ :
সংশোধিত :

অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী স্বৈরশাসনের পতনের পর একটি কুচক্রী মহল আবারও দেশে অস্থিতিশীলতা তৈরি করে নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটতে তৎপর হয়ে উঠেছে। তাদেরই নির্মম ও বর্বর হামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন, যা এই অপতৎপরতার ভয়াবহ প্রমাণ।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই এমন ভয়ংকর ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং নাগরিকদের জানমাল রক্ষার স্বার্থে দল-মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুবা সুযোগের অপেক্ষায় থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে মরিয়া হয়ে উঠবে।
বিবৃতিতে তিনি মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির একসময় সংগঠনের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তাকে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করতে হয়।
বুধবার রাত ৮টার পর রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের হোটেল সুপারস্টারের পাশের আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে তাকে গুলি করা হয়। ওই সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারি মাসুদও গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী সুরাইয়া বেগম।


For all latest news, follow The Financial Express Google News channel.